সিলেট:: সিলেট নগরে ট্রাক চাপায় গত তিন দিনে তিনজন নিহত হয়েছেন। সর্বশেষ সোমবার রাতে নগরের সুবিদবাজারে ট্রাক চাপায় সজিব ও লুৎফুরের নামে দুজন নিহত হন। নগরীর ভেতর দিয়ে বেপোরোয়াভাবে ট্রাক চলাচলের কারণে এমনিতেই ক্ষোভ বিরাজ করছিলো। সোমবারের দুর্ঘটনার পর এই ক্ষোভ চরম আকার ধারণ করে। ওইরাতেই বিক্ষোব্দ জনতা বেশকয়েকটি ট্রাক ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে, সোমবার ট্রাক চাপায় নিহত সজিব ও লুৎফুরের জানাযা শেষে নগরীতে কফিন নিয়ে মিছিল করেছে বিক্ষোব্দ জনতা। বিকেলে হ্যাল্পিং হ্যান্ডস নাে একটি সংগঠনের উদ্যোগে কফিন হাতে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দরগা থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে, সালেক আহমেদের পরিচালনায়, এসময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, আব্দুস সালাম টিপু, এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ছদরুল ইসলাম লোকমান, গোলাম রাব্বানী, ফারুক আহমেদ, আজহার আলী অনিক, আবুল বাশার, মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, রনি পাল, বাইন উদ্দিন, কাওসার চৌধুরী, মাহমুদুল হাসান, মহসিন মজুমদার, প্রদীপ পাল, ইবনে জাহান তানভির, কামরান উদ্দিন অপু,মোহাম্মদ রিপন, আতিকুর রহমান অমি, সৈয়দ মিনহাজ, মোস্তাক আহমদ, আশিকুর রহমান তারেক, মোতালিব পাশা, ফারুক আহমেদ(২), গুলশান আহমেদ, মেজ আহমেদ, জাহেদ আহমদ, রাব্বি ইসলাম, নয়ন মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা জন্মেছি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করার জন্য নয়। অনতিবিলম্বে নগরীতে ভারী ট্রাকের প্রবেশ বন্ধ করতে হবে। এই বেপরোয়া ট্রাকের কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রয়োজনে বাইপাস সড়ক ব্যবহার করা হোক। কিন্তু নগরীতে আর যেন ট্রাকের কারণে কারো লাশ দেখতে না হয়। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে ভারী ট্রাক চলাচল প্রতিরোধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
সংবাদ টি পড়া হয়েছে :
৪৮ বার