করোনাভাইরাস সংক্রমিত হয়েও তা লুকিয়ে বাংলাদেশে ফেরার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) দুই বাংলাদেশি আটক হয়েছেন। মালয়েশিয়ার জাতীয় দৈনিক সাইনার হারিয়ানসহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি ফলাও করে প্রচার করেছে। রোববার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই দুই বাংলাদেশি ঢাকায় ফিরতে চেয়েছিলেন। তারা সেটাতো পারলেন-ই না, উল্টো তাদের কারণে এখন কুয়ালালামপুর বিমানবন্দরের প্রবেশমুখে পাহারায় নিয়োজিত কর্মকর্তারা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।
জানা গেছে, রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার ঠিক আগ মুহূর্তে কাউন্টারে দায়িত্বরত ব্যক্তি তাদের দু’জনের কাছে করোনার স্ক্রিনিং টেস্ট রেজাল্ট দেখতে চান যা এখন আন্তর্জাতিক সব ফ্লাইটেই দাখিল করতে হয়। তখন তাদের কাগজপত্রে করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল তাৎক্ষণিক পিপিই সহ ঘটনাস্থলে হাজির হয়ে যায়৷ পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ওই দুই বাংলাদেশিকে সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়। কেএলআইএ ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান, সহকারী কমিশনার ইমরান আব্দ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৬ বার