বার্তা ডেস্ক :: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে স্বামী বিজয়ী হওয়ার আনন্দে তাকে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার খেদ এলাকার পালু গ্রামে। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি হওয়া মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাকমাট্টা দেবী গ্রামবিকাশ জোটের হয়ে ভোটে দাঁড়ান পালু গ্রামের সন্তোষ গৌরব। ফলাফল প্রকাশ হতে দেখা যায়, পয়েন্ট বিকাশ সোসাইটির চেয়ারম্যান রামদাস সাওয়ান্ত ও পালু গ্রামের প্রাক্তন প্রধান বাবান সাওয়ান্তের নেতৃত্বাধীন ওই জোট প্রতিপক্ষ জাকমাট্টা দেবী পরিবর্তন জোটকে ৭ আসনের মধ্যে ৬টিতেই হারিয়েছে।

তার মধ্যে ২২১টি ভোট পেয়ে নিজের প্রতিপক্ষকে ৪৪ ভোটে হারান সন্তোষ। এই খবর পাওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন সন্তোষের স্ত্রী রেণুকা সন্তোষ গৌরব। তারপর স্বামীকে নিজের কাঁধে বসিয়ে পুরো গ্রামে ঘোরান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ভাইরাল হয়।  এরপরই ওই নারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। এ ঘটনাকে স্বামী ভক্তি ও তার প্রতি ভালোবাসার উদাহরণ বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।-যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn