বার্তা ডেক্স :: ক’দিন পরেই সিলেটের দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উভয় পৌরসভাতেই রাজনীতির মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ এবং বিএনপি মেয়র প্রার্থী দিয়েছে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা শিক্ষার দিক দিয়ে বিএনপির প্রার্থীদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন।আগামী ৩০ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে জকিগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন। এ পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ তাপাদারকে।
অন্যদিকে, গোলাপগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদকে মেয়র প্রার্থী করেছে ক্ষমতাসীন দলটি। বিএনপি মনোনয়ন দিয়েছে পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে। নির্বাচন কমিশনে এসব প্রার্থীরা নিজেদের শিক্ষা, সম্পত্তির সব তথ্য জানিয়ে হলফনামা দিয়েছেন। হলফনামায় দেখা গেছে, জকিগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন ইন্টারমিডিয়েট (এইচএসসি) পাস। তাঁর প্রতিদ্বন্দ্বি বিএনপির ইকবাল আহমদ তাপাদার ‘স্বশিক্ষিত’। গোলাপগঞ্জে আওয়ামী লীগের মেয়র রুহেল আহমদ বিএ পাস। বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ‘স্বশিক্ষিত’। সংশ্লিষ্টরা বলছেন, উভয় পৌরসভায় সরকারদলীয় মেয়র প্রার্থীরা শিক্ষার দিক দিয়ে এগিয়ে থাকায় এসব পৌরসভার সচেতন ভোটারদের কাছে গ্রহণযোগ্যতায় তারা খানিকটা হলেও এগিয়ে থাকবেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৪ বার