বার্তা ডেক্সঃঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষে ২৫ জন তারকা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে জিতলেন ১১ জন। জয়ীদের মধ্যে বেশির ভাগই তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে হেরে গেছেন ১৪ জন। তাদের বেশির ভাগই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ীরা হলেন—তৃণমূলের সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মনোজ তেওয়ারি, অদিতি মুন্সী, জুন মালিয়া, ইন্দ্রানীল সেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, অগ্নীমিত্রা পল (বিজেপি) ও হিরণ চট্টোপাধ্যায়। পরাজিতরা হলেন—বিজেপির বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, কল্যাণ চৌবে, অশোক দিন্দা। তৃণমূলের সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় এবং সিপিএমের দেবদূত ঘোষও পরাজিত হয়েছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৮২ বার