নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাভূক্ত প্রতিষ্ঠান সুনামগঞ্জ জেলা তথ্য অফিস। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রিয় এই দফতরের সার্বিক প্রচার-প্রচারণা কার্যক্রমের পাশাপাশি বিশেষ গুরুত্বসহ কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের রটিন দায়িত্বরত উপ-পরিচালক মোঃ আব্দুছ ছাত্তার।
গত ৩ এপ্রিল থেকে শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার প্রত্যেকটি উপজেলায় সড়ক ও নৌপথে উক্ত প্রচারণা পরিচালনা করা হচ্ছে। প্রচারণায় মাস্কবিহীন অবস্থায় ঘর হতে বের না হওয়া,বারংবার সাবান দিয়ে হাত ধোওয়া,সামাজিক দূরত্ব বজায় রাখা,গণ সমাবেশ এড়িয়ে চলা ও স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখাসহ সরকারের প্রত্যেকটি করোনা সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হয়। প্রচারাভিযান পরিচালনায় জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৬০ বার