পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে বোমা হামলা। ছবি : দ্য ডন

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানির বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘দেশটির দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে আজ শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেন, ‘চমনের মুর্গী বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরয়াতি (জেইউআই) নামের একটি ধর্মীয় সংগঠন ওই মিছিলের আয়োজন করে। তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আসেন।’ লিয়াকত শাহওয়ানি বলেন, ‘জেইউআই নেতা আবদুল কাদির লুনি এবং ক্বারী মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn