অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করতে চায় ফ্রান্স: ম্যাক্রন
আব্দুল মোমিত-এমানুয়েল ম্যাক্রন ফরাসী কাগজপত্র না থাকা অবৈধ/অনিয়মিত বিদেশীদের বহিষ্কারের বিষয়ে নতুন পদক্ষেপের দাবিতে একাধিক ফরাসী মন্ত্রীকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছেন । বুধবার (৯ জুন) প্রধানমন্ত্রী জঁ কাসতেক্স, স্বরাষ্ট্র মন্ত্রী জেরা ডারমানা, পররাষ্ট্র মন্ত্রী জঁ–ইভস–লো–দ্রিওঁ এবং বিচার বিষয়ক মন্ত্রী এরিক–দুপো–মোরেত্তির একজন প্রতিনিধিসহ একটি অভিবাসন বিষয়ক যৌথসভায় একত্রিত হন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। সভায় কোভিড পরবর্তী সময়ে অভিবাসী আগমনের ব্যাপক সম্ভাবনা থাকায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কীভাবে আরও দ্রুত ও কার্যকরভাবে করা যায় সে ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এমানুয়েল ম্যাক্রন। আশ্রয় আবেদনের বিপরীতে শরণার্থী মর্যাদা প্রাপ্তির হারও বেশ কমে এসেছে। প্রতি বছর প্রায় ১২০,০০০ আশ্রয়প্রার্থীর মধ্যে গড়ে মাত্র ২০,০০০ জন শরণার্থী মর্যাদা লাভ করছেন, ২০,০০০ ফ্রান্স ছেড়ে চলে যায় এবং বাকি ৮০,০০০ অবৈধভাবে ফ্রান্সে থেকে যান” বলেও যোগ করেন ফরাসি রাষ্ট্রপতির একজন উপদেষ্টা। বর্তমানে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর বা ডিপোর্ট করার হার প্রায় ১৫% যেটি পুরো ইউরোপে ৩০%। এমানুয়েল ম্যাক্রন, তার ক্ষমতার মেয়াদ শুরু হওয়ার সময় অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট করার হার ১০০ শতাংশ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বুধবারের সভায় মন্ত্রীদের “খুব দ্রুত কার্যকর” ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। তিনি বলেন, “অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে আমাদের সক্রিয়ভাবে বল প্রয়োগের পন্থায় যাওয়া উচিত এবং যেসব দেশ থেকে অভিবাসীরা এসেছেন সেসব দেশগুলোর সাথে আরও জোরদার আলোচনা করতে হবে যেন তারা তাদের (অনিয়মিত অবস্থায় বসবাসরত) নাগরিকদের ফিরিয়ে নেয়।” ফরাসি রাষ্ট্রপতি মূলত অনিয়মিত অভিবাসীদের মধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত এবং উগ্রপন্থায় অভিযুক্ত তাদেরকে দ্রুত ডিপোর্ট করার বিষয়ে জোর দিয়েছেন।
প্রশাসনের সাথে সমন্বয় করে অপরাধীরা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই তাদেরকে সরাসরি বিমানবন্দরে নিয়ে ডিপোর্ট করার লক্ষ্য নির্ধারণ করতে বলেছেন তিনি। অনিয়মিত অভিবাসীদের মধ্যে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত এমন ১,১১৫ বিদেশিদের মধ্যে ৫১৪ জন এখনও ফ্রান্সে রয়েছেন। যার মধ্যে ৪০০ জনকে নজরদারিতে রাখা হয়েছে এবং ৬০১ জন ফ্রান্স ত্যাগ করেছেন। যারা ফ্রান্সে রয়েছেন তাদেরকে প্রায়ই কারাবন্দি করা হয়। রাষ্ট্রপতি কার্যালয় এলিজে প্রাসাদের মতে, এ ধরনের অভিযোগে অভিযুক্ত প্রায় ২৫০ জন অভিবাসীকে কিছুদিনের মধ্যে বহিষ্কার করা হতে পারে। ফরাসি রাষ্ট্রপতি মূলত অনিয়মিত অভিবাসীদের মধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত এবং উগ্রপন্থায় অভিযুক্ত তাদেরকে দ্রুত ডিপোর্ট করার বিষয়ে জোর দিয়েছেন। প্রশাসনের সাথে সমন্বয় করে অপরাধীরা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই তাদেরকে সরাসরি বিমানবন্দরে নিয়ে ডিপোর্ট করার লক্ষ্য নির্ধারণ করতে বলেছেন তিনি।