ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে। তারা হলেন- ভল্ট ইনচার্জ রিফাতুল হক (৩২) ও এমরান আহমেদ (৪৫)। তাদের বংশাল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তারা রাতে সরিয়ে নিয়েছেন বলে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই ইমরান ও রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু আর্থিক বিষয়ে আমাদের এখতিয়ার ভুক্ত না থাকায়, আমরা অভিযোগটি দুদকে পাঠিয়েছি। এ ব্যাপারে দুদক কার্যকর ব্যবস্থা নেবে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন ঢাকা ব্যাংকের বংশাল শাখায় ভোল্ট ইনচার্জ হিসেবে কর্মরত।’ তবে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রেজাউল বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাওয়ের ঘটনায় গতকাল রাতে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে দুজনকে সোপর্দ করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn