কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৩২০ জন। ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয়দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ। সন্ধ্যায় এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার একদিনে রাজধানীতে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়।
সংবাদ টি পড়া হয়েছে :
৬০ বার