ছাতকে লকডাউনের চতুর্থ দিনে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে পৃথক অভিযানে ব্যবসায়ী প্রতিষ্ঠানও ব্যাক্তিদের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ছাতক পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মামুনুর রহমান।
এ সময় সরকারী বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৬টি মামলায় ১৩হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ও ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয় এবং ফার্মেসী ব্যবসায়ীকে স্বাস্থবিধি মেনে ওষুধ বেচা-কেনা করার ও পরামর্শ দেয়া হয়।
একই সময় উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে ৯টি মামলায় ৭হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।