ফেসবুকের পরবর্তী চমক অগমেনটেড রিয়্যালিটি
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ডেভেলপার সম্মেলন ১৮ এপ্রিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্যান জোসে’তে শুরু হয়। আর এই সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার ১০ বছরের মাস্টার প্ল্যানের পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্মেলনে জাকারবার্গ বলেন, ফেসবুকের এখনকার পরিকল্পনা অগমেন্টেড রিয়্যালিটি নিয়ে। বাস্তব এবং ডিজিটালের এই সংমিশ্রন এআর নিয়ে ইতোমধ্যে অ্যাপল, মাইক্রোসফট এব্বং স্ন্যাপ কাজ করতে শুরু করছে। ফেসবুক তাদের ডেভেলপারদের ফেসবুক অ্যাপের ক্যামেরার জন্য নিজস্ব এআর ইফেক্ট তৈরির ক্ষমতা দিবে। এই ইফেক্ট প্রাথমিকভাবে স্ন্যাপচ্যাট লেন্সের মতোই, যেখানে চেহারার সাথে কুকুরের কান কিংবা ফুলের মুকুট লাগানো যাবে।
সম্মেলনে এআর ছাড়াও মেসেঞ্জার এবং ওয়ার্কপ্লেস নিয়েও প্রতিষ্ঠানের নানা পরিকল্পনার কথা জানানো হয়েছে।