পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জের একটি মহলের কর্মকান্ডে এবং তাদের নানা অপপ্রচারে আমি খুবই ব্যথিত। শুধু আমার এলাকায় নয়, দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। আমার এলাকার জন্য প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি হাওড় ও ভাটি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওড় ও ভাটি অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে কাজ করছি। এসব উন্নয়নমূলক কাজ দেখে সুনামগঞ্জের একটি মহল নানা অপপ্রচার শুরু করেছে।’
বৃহস্পতিবার জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে পরিকল্পনামন্ত্রী ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আহমেদ, পৌর মেয়র আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ফরিদুল হাসান, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,ডাব্লিউ ডি কর্মকর্তা মমিন আহমদ, প্রমুখ।
সংবাদ টি পড়া হয়েছে :
৮৮ বার