র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা হইতে ৪৭ বোতল বিদেশি মদসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মোহনপুর ইউপির সরদারপুর গ্রামস্থ সরদারপুর পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৭ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তারকৃত আসামির নাম ফখর উদ্দিন (২৫)। তিনি সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলার তেলুরাকান্দি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn