যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ায় তবে এর পরিণতি করুণ হতে পারে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র বলেন, সময়সীমা শেষের দিকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু তারা যদি এই সময়সীমা বাড়ায় তাহলে তারা নিজেরাই দখলদার বলে গণ্য হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যদি এর সময়সীমা বাড়াতে চায় তবে উত্তর হবে না। সেই সঙ্গে ফলও ভোগ করতে হবে।
এদিকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারিখ পেছাতে পারে বলে এর আগে আভাস দিয়েছিলেন বাইডেন। এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সূত্র : কালের কণ্ঠ
সংবাদ টি পড়া হয়েছে :
১১৫ বার