যাত্রীদের অবশ্যই নিম্নলিখিত শর্তসমূহ মেনে ইতালি প্রবেশ করতে হবে-
১. ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।
২. ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীকে অবশ্যই করোনা PCR Test এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
৩. ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা টেস্ট করাতে হবে।
৪. যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
৫. ১০ দিন কোয়ারেন্টিনে থাকার পর পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে। সূত্র : কালের কণ্ঠ