বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আশরাফুল হক,জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।

এতে বক্তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধ,করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার সুরক্ষা,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ,মাদক এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn