ভারতে রপ্তানিকালে মৌলভীবাজারের কমলগঞ্জের চাতলাপুর শুল্ক স্টেশনে ৪ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকালে ৪ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দু’টি গাড়িতে করে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে। কাষ্টমস কর্তৃপক্ষ সরকারি নির্দেশনার আলোকে ট্রাক ও পিকআপ বোঝাই ৪ মেট্রিক টন ইলিশ ভারতে যেতে দেয়নি।

৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করেছে সরকার। চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার (৪ অক্টোবর) খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রপ্তানির জন্য ৪ মেট্রিক টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিএনএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সরকারি অনুমোদন গ্রহন করেন। তবে সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘন্টা পর সোমবার সকালে ইলিশ মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক। ফলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ট্রাক বোঝাই ইলিশ জব্দ করেন। তাছাড়া ভারতে ১০ ডলারে প্রতি কেজি ইলিশ পাঠানোর কথা থাকলেও ওই ব্যবসায়ী ৬ দশমিক ১ ডলারে ইলিশ মাছ রপ্তানি করতে চান।

স্থানীয় আমদানীকারক মুর্শেদুর রহমান সেজু ক্ষোভ প্রকাশ করে বলেন, চাতলাপুর কাস্টমস এর কতিপয় অসাধু কর্মকর্তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি কেজি ইলিশ ১০ ডলারের পরিবর্তে ৬ দশমিক ১ ডলারে ইলিশ মাছ রপ্তানি করতে চান কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভারতে রপ্তানি যোগ্য ৪ মেট্রিক টন ইলিশ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্টেশনে এসে পৌছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রপ্তানির সুযোগ ছিল।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বাবুল সিংহ জানান, সরকারি নির্দেশনায় ৩ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ। ওই ব্যবসায়ীর ৩ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ পাঠানোর নির্দেশনা ছিল। আজ ৪ অক্টোবর মেয়াদ নেই। তাই ভারতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি। এদিকে সোমবার বিকাল ৫টার পর ইলিশ বোঝাই ট্রাক ও পিকআপ শরীফপুর বিজিবি সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের নবাগত সুপার জাহাঙ্গীর আলম জানান, আমি আজই (সোমবার) এখানে যোগদান করেছি। সরকারি নির্দেশনায় বন্ধ থাকায় আজ ৪ মেট্রিক ইলিশ ভারতে রপ্তানি করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn