সুনামগঞ্জ সংবাদদাতা : উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি। শনিবার সকাল সাড়ে ১১ টার সময় হাছননগরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ্। এসময় তিনি বলেন আমাদের প্রয়াত নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের যুগান্তকারী সিদ্ধান্ত হল উপজেলা প্রতিষ্ঠা করা। এই একটি সিদ্ধান্তের মাধ্যমেই তিনি সেবাকে গ্রামে পৌঁছে দিয়েছিলেন, পরবর্তীতে উপজেলাগুলোতে উন্নয়ন করার মাধ্যমে সারা দেশে উন্নয়নের যুগান্তকারী পরিবর্তন আনতে পেরেছিলেন পল্লীবন্ধু এরশাদ।
পীর মিসবাহ্ বলেন উপজেলা ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে বিচার ব্যবস্থাকে মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। যার সুফল এদেশের সাধারণ মানুষ পেয়েছিলেন। আগামী দিনে মানুষের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থাকে উপজেলা পর্যায়ে পূণরায় ফিরিয়ে নেওয়ার বিকল্প নেই। জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক রসিদ আহম্মদ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা শাহ আলম জুয়েল রানা,তাজ উদ্দিন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুমন আহমদ স্বপন জাতীয় পার্টি নেতা মোকাব্বির আহমদ,শামীম আহমদ রুবেল,জাতীয় ছাত্র সমাজ নেতা উজ্জল ও শুকুর আলী প্রমূখ। উল্লেখ্য ১৯৮৪ সালের ২৩ অক্টোবর পল্লীবন্ধু এরশাদ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এরপর থেকেই জাতীয় পার্টি দিনটিকে উপজেলা দিবস হিসাবে পালন করে আসছে। এদিকে উপজেলা দিবস উপলক্ষ্যে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির নেতা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরবের পরিচালনায় অপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই উপজেলার জাতীয় পার্টির আহবায়ক শেখ জাহির আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ০৪ সদর আসনের মনোনয়ন প্রত্যাশি তরুণ জননেতা এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল),জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ.এম ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (লাল), জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন (অভি), তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুল হুদা,জাপা নেতা শিমুলমিয়া, জেলা ছাত্রসমাজের সভাপতি সজীব আহমদ, জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়া, যুব নেতা শাকিব সিকদার সেলিম, সুনামগঞ্জ জেলা ছাত্র সমাজের সাবেক সদস্য সচীব সাইদুল ইসলাম,সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় যুব সংহতীর সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, জাপা নেতা আজিদ আলী, জাপা নেতা রমিজ উদ্দিন, জাপা নেতা ছাব্বির আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাজী মহর উদ্দিন, উপজেলা দিবসের আলোচনা অংশ নিয়ে বক্তারা বলেন উপজেলা পদ্ধতির মাধ্যমে প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি সারা বাংলাদেশের উন্নয়নের জুয়ার সৃষ্টি করেছিলেন এবং পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধত্বি চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে নিয়ে সরকারের একজন প্রতিমন্ত্রী কুটুক্তি করেছেন তা অত্যান্ত দুঃখজনক। ২০২১ সালে পঞ্চদশ সংশোধনীতে বর্তমান সরকার রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রেখেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কুটুক্তি করে মন্ত্রী নিজেই তাহার শপথ ভঙ্গ করেছেন। দেশে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে ঠিক সেই মুহুর্তে রাষ্ট্র ধর্ম ইসলাম ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যানকে কুটুক্তি করে প্রতিমন্ত্রী সরকারের ভাবমুর্তি নষ্ট করেছেন। প্রেসবিজ্ঞপ্তি
সংবাদ টি পড়া হয়েছে :
১৮৩ বার