বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লাকী আখন্দ

 মুক্তিযোদ্ধা ও কিংবদন্তী শিল্পী লাকী আখন্দকে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।  ২২ এপ্রিল শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, শায়েদ ছাড়া আরও অনেকে। এর আগে সকাল ১০টায় লাকী আখন্দের নিজস্ব বাসভবন সংলগ্ন আরমানিটোলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান শেষে সর্বসাধারণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

গুণী এই সংগীতজ্ঞ অনেকদিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কি করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনও গান’, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর