শিনজো আবে’কে গুলি, বিশ্ব নেতাদের নিন্দা
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই বলে বলা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে তিনি মারা গেছেন। তবে এ বিষয়ে জাপান সরকারের তরফ থেকে কোনো নিশ্চিত তথ্য মেলেনি। এখনও হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল বলেন, শিনজো আবে জাপানের একজন অসাধারণ নেতা । তিনি যুক্তরাষ্ট্রের অটল একজন মিত্র ছিলেন। শিনজো আবে, তার পরিবার ও জাপানের জনগণের মঙ্গল কামনা করছে মার্কিন জনগণ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইটে লিখেছেন, জাপান থেকে হতাশাজনক খবর- সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে গুলি করা হয়েছে।
বিজ্ঞাপন