সিরাজুস সালেকিন-জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনলাইনে দলীয় প্রচারণা চালানো এবং অপপ্রচারের জবাব দিতে প্রতিটি সংসদীয় আসনে ১০০ জন করে অনলাইন এক্টিভিস্টকে দায়িত্ব দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির পক্ষ থেকে দলীয় এমপিদের চিঠি দেয়া হয়েছে। জুন মাসের শেষে এই চিঠি বিতরণ করা হয়। চিঠিতে সাত দিনের মধ্যে বিস্তারিত তথ্যসহ ১০০ জন অনলাইন এক্টিভিস্টের তালিকা জমা দিতে সব এমপিকে বলা হয়েছে। আওয়ামী লীগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইতিমধ্যে বেশ কিছু আসন থেকে ই- মেইলে ও হার্ডকপি আকারে তালিকা প্রচার ও প্রকাশনা উপ-কমিটির হাতে এসেছে। যারা এখনো তালিকা জমা দেননি তাদের দ্রুত তালিকা প্রস্তুত করে জমা দিতে তাগিদ দেয়া হয়েছে। শিগগিরই এসব তালিকা নিয়ে বৈঠক করবে প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর ৩০শে ডিসেম্বর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি’র সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় দলীয় ও জোটভুক্ত সকল এমপি’র মাধ্যমে স্ব স্ব নির্বাচনী এলাকার সম-আদর্শের ১০০ জন অনলাইন এক্টিভিস্টের বিস্তারিত তালিকা সংগ্রহের সিদ্ধান্ত হয়।
সংবাদ টি পড়া হয়েছে :
৮৫ বার