সানাই মাহবুব লিখেন- এই পোস্টটি তাদের উদ্দেশ্যে যাদের সকাল টু বিকাল শুরু হয় সানাই কী করলো, স্বামীর সঙ্গে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই কি নামাজ পড়লো, ভাই আপনারা নামাজ পড়েন তো? সানাইকে নিয়ে মানুষের এত কৌতূহল কেন? এ প্রশ্ন করে সানাই বলেন, আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? সবচেয়ে বড় কথা নিজের সময় আর একজনের পেছনে অপচয় করার কি আছে? আমার হিসাব আমি দেব, আপনাদের হিসাব আপনারা দেবেন, সব কিছুর একটা লিমিট আছে ভাই। আমাকে নিয়ে এত কৌতূহল কেন ভাই?
আপনারা কি কেউ আমার হিসাব দেবেন? আরেকজনকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? অন্যে নামাজ পড়লো কিনা তা নিয়ে যারা মাথা ঘামায়, আমি হলফ করে বলতে পারি তাদের ৬০ ভাগ ঠিকমতো নামাজ পড়ে না। নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয়, তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে দেব কেন? কথাগুলো একটু ভেবে দেখবেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১১৯ বার