সুনামগঞ্জে স্ত্রী হত্যার ১৯ বছর পর স্বামী আব্দুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৭ আগস্ট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আব্দুল্লাহের সঙ্গে শেফালি বেগমের বিয়ে হয়। অভাবের কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার প্রায় দুই মাস আগে আব্দুল্লাহ সৌদি আরব যাওয়ার জন্য শেফালি বেগমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে শেফালি বেগমকে একই বছরের ২৭ অক্টোবর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এতে তিনি মারা গেলে ওই দিন বাড়ির পিছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শেফালি বেগমের মা বাদী হয়ে মামলা করেন। পরে আব্দুল্লাহ ও তার বাবা খাসিদ আলী ও মা সৈয়দুন্নেছার বিরুদ্ধে ২০০৪ সালে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত আব্দুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn