বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ: ভোটগ্রহণ ২৫ এপ্রিল
মাহবুব অাহমদ খান,বিয়ানীবাজার সংবাদদাতা: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা রোববার মধ্যরাতে শেষ হয়েছে। ভোটগ্রহণ করা হবে মঙ্গলবার (২৫ এপ্রিল)। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রচারণার শেষ দিনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যস্ত সময় কাটান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাঁরা পৌরসভার অলিগলি চষে বেড়ান। তাঁদের পক্ষে নেতা-কর্মী-সমর্থকেরাও প্রচারণা চালান।এখানকার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং অফিসার মো. মনির হোসেন। নির্বাচনী আইন অনুযায়ী রোববার মধ্যরাতে সময়সীমা শেষ হওয়ার পর প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা প্রহণ করা হবে বলে জানান তিনি।বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মূলত নৌকা, জগ ও ধানের শীষ প্রতীকের মধ্যে শেষ মুহুর্তের নির্বাচনী লড়াই জমে ওঠেছে। নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসাবে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস শুক্কুর (নৌকা), বিএনপি মনোনীত আবু নাছের পিন্টু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ), জামায়াতে ইসলামীর প্রার্থী জমির উদ্দিন (রেল ইন্জিন), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব (মোবাইল ফোন), জাসদ মনোনীত প্রার্থী শমশের আলম (মশাল)। উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে আমান উদ্দিন (কম্পিউটার) ও বদরুল হক (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিয়ানীবাজার পৌরসভার ২৫ হাজার ২৪ জন ভোটার এবার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোট প্রদান করবেন। এ পৌরসভায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ১৬৪ জন বেশি। পুরুষ ভোটার ১২ হাজার ৪ শ’৩ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫ শ’৯৪ জন। ওয়ার্ডভিত্তিক ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ৬ নং ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ৭ শ’ ৭১ জন।