বগুড়া-৪ আসনের উপনির্বাচনে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জয়ী হন বা না হন তাকে নিজের গাড়ি উপহারের ঘোষণা দেন হবিগেঞ্জর শিক্ষক এম মুখলিছুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষকের বাড়ি গিয়ে তার কাছ থেকে গাড়িটির চাবি গ্রহণ করেছেন হিরো আলম। গাড়িটির বর্তমান বাজারমূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। গাড়ির মালিক এম মুখলিছুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, বিশ্বখ্যাত টয়োটা ব্র্যান্ডের নোহা মাইক্রোবাসটি ১৯৯৭ মডেলের। ২০১৮ সালে তিনি সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন। এটির কন্ডিশন অনুযায়ী বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকা মূল্য রয়েছে।
শিক্ষক মুখলিছুর বলেন, তিনি হিরো আলমকে ভালোবেসে এই গাড়ির চাবিটি তার হাতে তুলে দিয়েছেন। এর আগে মঙ্গলবার দুপুরে হিরো আলমকে তার বাড়িতে এনে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন শিক্ষক মুখলিছুর রহমান। এ সময় হিরো আলমকে এক নজর দেখতে শত শত ভক্ত তার বাড়িতে ভিড় জমান। মঙ্গলবার দুপুরে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মুখলিছুর রহমান বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। কারণ হিরো আলমের মতো একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছেন। আমি ওয়াদা করেছিলাম, নির্বাচনে হিরো আলম সাহেব জয়ী হন বা না হন পরের দিন আমার বাড়িতে আসলে আমি গাড়িটি তার হাতে তুলে দেব। সম্মানের সঙ্গে আমি হিরো আলমকে গাড়িটি দিতে পেরে খুশি।’
হিরো আলম বলেন, ‘এ পৃথীবিতে ভালবাসার চেয়ে আর বড় কিছু নেই। আমার ভাই মুখলিছুর রহমান আমাকে ভালবেসে গাড়িটি উপহার হিসেবে দিয়েছেন। আমি এই গাড়ি গ্রহণ করলাম। আমার ভাইয়ের এমন ভালবাসা পেয়ে আমি নিজেও আনন্দিত।’ তিনি বলেন, ‘সমাজের উপকার করাই আমার উদ্দেশ্য। তাই এ গাড়িটি আমি না নিয়ে সেবাদানের জন্য অ্যাম্বুলেন্স বানাব। যে কোনো অসহায় মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করতে পারবেন।’
প্রসঙ্গত, বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন শিক্ষক এম. মুখলিছুর রহমান।
সংবাদ টি পড়া হয়েছে :
৮২ বার