এনজিও ঋণ আদায় বন্ধ রাখার আহবান এমপি মিসবাহ’র
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, কিছু এনজি আছে যারা কৃষকদের দুঃসময়েও ঋণের টাকা আদায়ের জন্য কৃষকের বাড়ি বাড়ি যায়। নানা ভাবে হয়রানি করে তাদের। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের প্রতি খুবই আন্তরিক। কৃষকদের বিনা সুদে ব্যাংক থেকে ঋণ এবং বিনামূল্যে সার ও বীজ দেওয়া হলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। সোমবার বিকালে শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে সিভিল সার্জন আশুতোষ দাস’র সভাপতিত্বে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বাঁধের কাজ ঠিক সময়ে শুরু না হওয়ায় কৃষকদের ধান পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে হাওরের মাছ। ধান ও মাছ পঁচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তবে আমাদের মন্ত্রণালয় যে কোন দুর্যোগ মোকাবেলায় সব সময় প্রস্তুত রয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহা পরিচালক এনায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকতা শংকর রঞ্জন দাস, জেলা কৃষি অফিসার জাহিদুল হক, জেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. মো. বেলাল হোসেন প্রমুখ।