শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনে বাণিজ্য অনুষদের (গ ইউনিট) পরীক্ষা শুরু হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে অংশ নিচ্ছেন ৯শ’ ৪৪ জন পরীক্ষার্থী। শনিবার (২৭ মে) ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা যায়। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘বি’ এবং ‘সি’তে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি কমিটির তথ্য মতে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশে অংশ নিচ্ছে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪শ’ ৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮শ’ ৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।
এদিকে গত শনিবার (২০ মে) বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশব্যাপী ৯৮ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়। এরপর মঙ্গলবার (২৩ মে) ফলাফল প্রকাশিত হয়, এতে পাশের হার ছিল ৫৬.৩২ শতাংশ। এছাড়া আগামী শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ টি পড়া হয়েছে :
১৭১ বার