গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘পুতুল’ সরকার ক্ষমতায় না আসলে দেশটির মতে কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় সোমবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ ‘সজীব ওয়াজেদ’ এ তিনি ইংরেজিতে লিখেছেনঃ
“Unless the United States gets its puppet regime in place in Bangladesh, no election will be good enough according to them!”
এর বাংলা অনুবাদে তিনি লিখেছেনঃ যুক্তরাষ্ট্রের মতে, বাংলাদেশে যদি তাদের ‘পাপেট’ সরকার ক্ষমতায় না আসে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়! এর মধ্য দিয়ে সজীব ওয়াজেদ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেই ইঙ্গিত করেছেন তা বোঝা যায় উক্ত পোস্টে তার হ্যাশট্যাগ থেকে।
সংবাদ টি পড়া হয়েছে :
৪৪০ বার