কৃষকদের বেঁচে থাকার আকুতি
খোঁজ নিয়ে জানা যায়, জেলার সব হাওর তলিয়ে গেলেও একমাত্র শনির হাওর কৃষকদের স্বেচ্ছাশ্রমে টিকে রয়েছে। গত ২৫ দিন ধরে হাওরের বাঁধগুলোতে রাত জেগে পালাক্রমে মাটি ভরাটের কাজ করছেন তারা। গত কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে হাওরের অধিকাংশ জমি তলিয়ে যাচ্ছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, গত ২৫ দিন ধরে কৃষকদের সঙ্গে নিয়ে হাওরের বাঁধগুলোতে রাত জেগে পালাক্রমে মাটি ভরাটের কাজ করছি। একমাত্র কৃষকের স্বেচ্ছাশ্রমের কাজের ফলেই শনির হাওরটি টিকে আছে। কেবলমাত্র খবর নেই বাঁধ নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের। তিনি বলেন, অতি বৃষ্টির কারণে হাওরের প্রতিটি বাঁধ বর্তমানে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত শুক্রবার দিনভর কৃষকদের নিয়ে লালুরখলা, আহাম্মকখালী, নান্টুখালী, ঝালখালী বাঁধে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজ করছি।
উল্লেখ্য, এ হাওরে তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লালুরখলা ও আহাম্মকখালী বাঁধ দিয়ে পানি উপচে পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। – জাগো নিউজ