অপারেশন ঈগল হান্টে ৪ জঙ্গি নিহত
জীবিত উদ্ধার করা নারী ও শিশু নিহত জঙ্গি আবুর স্ত্রী ও সন্তান। এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ঈগল হান্টের দ্বিতীয় দিন শুরু হয় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে। অভিযান শুরুর পর সেখানে শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে। দুপুর ১২টার দিকে শেষবারের মতো জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এছাড়াও বুধবার ভোর থেকে আস্তানা ঘিরে রাখার পরই আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর থেকেই অন্তত ২০টি পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আবার কেউ কেউ একটু দূরের কোনো প্রতিবেশির বাড়িতে আশ্রয় নেন।