জগন্নাথপুরের নলুয়া ও মইয়ার হাওরে বাঁধ ভেঙে উেপজেলার ছোট বড় ১৫টি হাওরের বোরো ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ১৫ টাকা কেজি দরে সরকার কর্তৃক নির্ধারিত খোলা বাজারে চাল বিক্রির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে জগন্নাথপুর উপজেলার ৩টি চাল কেন্দ্রে ২শ’ জনের স্থলে ৪শ’ জন মানুষের মধ্যে চাল বিক্রি করা হয়েছে। ওএমএস’র চালের বরাদ্দ দ্বিগুন করা হলেও বাড়ানো হয়নি বিক্রয় কেন্দ্র।  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান- ওএমএস কেন্দ্রগুলোতে প্রতিদিন ১ টন চালের স্থলে ২ টন চাল বিক্রয় হচ্ছে। আমরা বিক্রয় কেন্দ্র আরো বাড়ানোর জন্য লিখিতভাবে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল জগন্নাথপুর পৌরশহরে ৩টি ওএমএস’র চাল কেন্দ্রে থেকে ১৫ টাকা দরে ৫ কেজি চাল ২শ’ জনের মধ্যে ও ১৭ টাকা দরে আটা ২শ’ জনের মধ্যে বিতরণ শুরু হয়।  জগন্নাথপুরসহ জেলার বিভিন্ন এলাকায় ওএমএস এর চাল না-পেয়ে প্রতিদিনই শত শত মানুষ খালি হাতে বাড়ি ফিরছেন। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn