এবার পার্লামেন্টের কাছে ছুরিসহ যুবক গ্রেপ্তার
ওয়েস্টমিনস্টারে বৃটিশ পার্লামেন্টের কাছে ছুরি বহন করা এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস বিরোধী কমান্ড। ওই ব্যক্তির কাছে কেন ছুরি ছিল তা খতিয়ে দেখছেন তারা।
পুলিশ জানিয়েছে, ‘সন্ত্রাসী কর্মকান্ড ঘটানো, এর প্রস্তুতি নেয়া ও উস্কানি দেয়া’র সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে ঘটনার প্রাথমিক বিবরণে বলেছে, হোয়াইট হলে বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক ২টা ২২ মিনিটে থামিয়ে তল্লাশি নেয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বয়স ২০ এর কোঠায়। তার কাছ থেকে একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।