সুনামগঞ্জে ব্যাংক ডাকাতির মূল হোতা আটক
শনিবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন আনু (৩০) ও মো. আলী আকবর নামে দু’জনকে আটক করেছে র্যাব-৯। এই দু’জন সুনামগঞ্জে ব্যাংক ডাকাতির মূল হোতা বলে দাবি করেছে র্যাব। আটকৃত দু’জনই সুনামগঞ্জে পূবালী ব্যাংকে ডাকাতি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের এডি জে.এম ইমরানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আনু হবিগঞ্জের বানিয়াচংয়ের ঘুনই বড়ইউরী গ্রামের মো. মোজাফ্ফর মিয়ার ছেলে। অপরদিকে, মো আলী আকবর (৩৫), হবিগঞ্জ সদরের বনগাও গ্রামের মৃত-কাশেম আলীর ছেলে। এক সংবাদ বিজ্ঞিপ্তিতে র্যাব জানায়, আনোয়ার হোসেন আনু ও আলী আকবর দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষের ঘরে ডাকাতি করে আসছিল। আনুর নামে মৌলভীবাজার সদর থানায় ডাকাতির মামলাও রয়েছে। আনোয়ার হোসেন ও তার সঙ্গী আলী আকবর গত ১৮ এপ্রিল পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখা হতে ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় এদের প্রতারণার ছবি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরুপ অবস্থায় তারা সিলেট বিভাগে ত্যাগের পরিকল্পনা করছিল। র্যাব জানায়, আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার সদর থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।