মহিলা জামায়াতের আমিরসহ ৩৭ নারী আটক
নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরা বুলুসহ ৩৭ নারী কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে নড়াইল শহরের ভওয়াখালীর একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল সংখ্যক জিহাদি বইসহ সংগঠনের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের জেলা জামায়াতের আমির মাওলানা আশেক এলাহীর বাড়ী জেলা মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছিল। রোববার সন্ধ্যায় এমন খবরের ভিত্তিতে পুলিশ বাড়িটি প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদসহ ৩৭ নারী নেতাকর্মীকে আটক করা হয়। এরা সকলেই ভওয়াখালী গ্রামের অধিবাসী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে মহিলা জামায়াতের সদস্যরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।