সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরে ঝড়ের কবলে পড়ে ত্রাণের ৩৬০ বস্তা বিজিএফ চালসহ একটি ট্রলার ডুবে গেছে। রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার জন্য ৩৬০ বস্তা চাল ট্রলারে লোড করা হয়। রাত হয়ে যাওয়ায় ট্রলার ছাড়া হয়নি। সকালে রওনা দেবে বলে ঘাটেই ট্রলার রাখা ছিল। রাত ১১টার দিকে প্রচণ্ড ঝড়ে ট্রলারটি ডুবে যায়। সোমবার সকাল ১০টার দিকে খবর পেয়ে সুনামগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের লিডার সুলায়মান চৌধুরীর নেতৃত্বে উদ্ধারকারীরা অভিযান শুরু করেছে। এখনও ট্রলারটির কোনো খোঁজ মেলেনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn