সুনামগঞ্জ হাওর পরিদর্শনে বিএনপির ত্রাণ বিতরণ টিম
মাহমুদুর রহমান তারেক-
হাওরের মানুষকে দেয়া সরকারের সাহায্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন বিএনপি’র প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরির্দশন করার আগে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন প্রতিনিধি দলের প্রধান বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আব্দুল্লাহ আল নোমান লিখিত সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা, ওয়ার্ড পর্যায়ে কম মূল্যে চাল বিক্রি, ভিজিএফ, ভিজিডি খাদ্য বান্ধব কর্মসূচির আওতা ও মেয়াদ বাড়ানো, কৃষি ঋণ সুদসহ মওকুফ, নতুন ঋণ প্রদান, এক বছরের জন্য খাজনা মওকুফ, ইজারা বাতিল করে জলমহালে মৎস আহরণের সুযোগ, হাওরের বাধ নির্মাণে লুটপাট, দুর্নীতি অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি, হাওর উন্নয়নে পরিবেশ বান্ধব পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন পালন করেন, আমরা তা চাই। এই সমস্যা সমাধানের প্রাথমিক দ্বায়িত্ব, সাংবিধানিক দ্বায়িত্ব সরকারের, সরকার প্রধানের। তার কি করণীয় ছিল, কি করেছেন আপনারা দেখেছেন। তবুও তিনি যে ওয়াদা করে গেছেন, সেগুলো কিন্তু এখনো খাতায় লেখা আছে, গুয়ালে নাই। আমার হবিগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়েছি, রিলিফ দিয়েছি, কোন জায়গায় কেউ সরকারের পক্ষ থেকে রিলিফ বিতরণ করতে দেখি নাই। ত্রান বা চাল পেয়েছে বলে কেউ বলছে না।
আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী এখানে এসছেন অনেক দেরিতে, আমরা আরো আগে আসতে চেয়েছিলাম, হাওরে আমাদেরকে আসতে বাধা দেয়া হয়েছে। আমাদের বলা হয়েছে হাওর এলাকায় গেলে সমস্যা হবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদষ্টো ফজলুল হক আছপিয়া, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক হাবিব ইসলাম হাবিব, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহŸায়ক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সহ পরিবেশক বিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইজমল হোসেন ও সহ সম্পাদক নাজমুল হক। পরে প্রতিনিধি দল সদর উপজেলার দেখার হাওর ও কাংলার পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থ কৃষকদেও মধ্যে ত্রাণ বিতরণ করেন।