গোপনে বিয়ে, সন্তান, গণমাধ্যমে স্বীকারোক্তি, মন কষাকষি, এরপর মিলন; অনেকটা সিনেমার গল্পের মতোই কয়েকটা দিন কেটেছে শাকিব খান ও অপু বিশ্বাসের। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির নতুন ছবি ‘রাজনীতি’মুক্তি পাচ্ছে আগামী ঈদুল-ফিতরে। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

বুলবুল বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গত সপ্তাহে সেন্সর বোর্ডের সার্টিফিকেট হাতে পেয়েছি। এখন ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রযোজকসহ আমরা মিটিং করেছি, আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয় জাতি, আমরা সবাই সব উৎসবে জাত, ধর্ম নির্বিশেষে পালন করে থাকি। এখনো আমাদের দর্শকরা যেকোনো উৎসবে সিনেমা হলে যান ছবি দেখতে এবং ঈদের মতো দিনে দর্শক আশা করেন ভালো মানের একটি ছবি দেখবেন। আমি মনে করি, আমার ছবিটি দেখে দর্শক পছন্দ করবেন।’
কেন দর্শক পছন্দ করবেন জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, ‘দর্শক হলে যান সুন্দর পরিপূর্ণ একটি গল্প দেখতে। তার সঙ্গে চাই ভালো মানের অভিনয়। আমার ছবিতে এই দুটি আছে। তার পাশাপাশি দর্শক চোখ, কানের শান্তি চায় ছবি দেখে, এখানে কারিগরি বিষয়গুলো অনেক বেশি জরুরি। দর্শক শুধু জানে গল্প ও অভিনয় ভালো হয়েছে কিন্তু ছবিটি ভালো লাগেনি, এমন যেন না হয়, সে কারণে আমি কোনো বিষয়ে কোথাও ছাড় দেইনি।’

পরিচালক আরো বলেন, ‘অনেকেই মনে করেন বাংলাদেশে ভালো কাজ হয় না। আমি আমাদের দেশের টেকনিক্যাল পার্সনদের নিয়ে কাজ করেছি। বাংলাদেমের মাটিতে শুটিং করেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে বসে বাংলাদেশের ভালো ছবি নির্মাণ করা সম্ভব। আপনারা দোয়া করবেন আমরা যেন সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণ করতে পারি।’ ‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn