প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজ-সভ্যতা টিকবে না। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, প্রশাসন এবং প্রসিকিউশনকে একযোগে কাজ করতে হবে। বিচার বিভাগ রক্ষা, মানবাধিকার রক্ষা এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্যে বলেন, ‘মধ্যযুগীয় সভ্যতা থেকে সভ্যতার ক্রমবিকাশ ঘটিয়ে আধুনিক সভ্যতার রূপ দিয়েছেন আইনজীবীরাই। আমেরিকাসহ পৃথিবীর অধিকাংশ দেশেই কমন আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও তাদেরই ভূমিকা রাখতে হবে।’ তিনি বিচার বিভাগের অবস্থান তুলে ধরে বলেন, ‘বিএমএসহ সকল পেশাজীবী সংগঠনসমূহ রাজনৈতিক দলের হয়ে কাজ করলেও একমাত্র বিচার বিভাগের সাথে সম্পৃক্তরা কোনো দলের হয়ে কাজ করেন না। তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে। এর ফলে বিচার বিভাগ, মানবাধিকার এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। তার সবচেয়ে বড় উদাহরণ আমি এই দেশের প্রধান বিচারপতি।’ তিনি সকল পুরাতন মামলাঅবিলম্বে নিষ্পত্তি করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। নওগাঁ জেলা জজ আদালতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আগমন উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মো. মোজাম্মেল এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রওশন আরা খানম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাকীউল্লাহ, নওগাঁ জেলা এডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এড. সরদার সালাহ উদ্দিন মিন্টু প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn