সুনামগঞ্জে এসএসসিতে এবার মেয়েরা এগিয়ে
সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.মইনুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলায় এ বছর পাশের হার ৮১.৩৮ শতাংশ। ছেলেরা পাস করেছে ৮০.৭২ শতাংশ, মেয়েরা পাস করেছে ৮১.১৩ শতাংশ। সারা জেলায় অকৃতকার্য ৩ হাজার ৭ শত ৪৩ জন। ফলাফলের দিক থেকে জেলায় এবার প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। স্কুলের সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান ও সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমান এই তথ্য জানান। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২১৭ জন শিক্ষার্থী’র মধ্যে ২০৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। পাসের হার ৯৭ শতাংশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা বলেন,‘অভিভাবকরা সচেতন হলে ফলাফল আরো ভাল হতো। আমরা ডাকলে অভিভাবকরা আসেন না। নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীদের ২ মাস আমরা পড়াতে পারলে জিপিএ-৫ আরো বেশি হতো।’ ফলাফলের দিক থেকে দ্বিতীয় হয়েছে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪০ জন শিক্ষার্থীর ২৩৫ জন পাস করেছে। পাসের হার ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।