সৌদিতে জামালগঞ্জের খালেদার মৃত্যু পাশবিক নির্যাতনের অভিযোগ
সৌদি আরবে এক নারী গৃহকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশে তার পরিবার। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে খালেদা আক্তার প্রায় ১৫ দিন আগে রিয়াদে মৃত্যুবরণ করেন। দুতাবাসের কর্মকর্তার মাধ্যমে পরিবার খালেদার অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে অবগত হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
জানা গেছে, প্রায় বছর খানেক আগে খালেদা পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য সৌদি আরবে রিয়াদের গৃহকর্মীর কাজে যান। প্রথম কয়েক মাস বাড়িতে বেতন পাঠালেও বেশ কয়েক মাস বেতনের টাকা বাড়িতে পাঠাতে পারেনি। মাঝে মাঝে টেলিফোনে কফিল কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় বলে পরিবারকে অবগত করে। মৃত খালেদার লাশ রিয়াদের একটি হাসপাতালে সংরক্ষিত রয়েছে। খালেদার স্বামী ইতোপূর্বে মৃত্যুবরণ করেছে। তার দুই বছর বয়সের একটি পুত্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এ প্রেক্ষিতে মৃত খালেদার ভাই আব্দুল আহাদ এবং মাতা সমলা খাতুন সুষ্ঠু তদন্ত ও লাশ দেশে আনয়নে রিয়াদে বাংলাদেশ দুতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।