ছাতকসহ সুনামগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল ত্রাণ তৎপরতা পরিদর্শন শেষে সন্ধ্যায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম।  মতবিনিময়কালে সচিব বলেন, সরকার খুবই আন্তরিকতার সাথে সাম্প্রতিক দুর্যোগ পরবর্তী সংকট উত্তরণে প্রস্তুতি নিয়েছে। ক্ষতিগস্তদের দেশে-বিদেশে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনাও রয়েছে সরকারের। বর্তমানে ক্ষতিগ্রস্তদের প্রণয়নকৃত তালিকা অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক চাল ও নগদ টাকা বিতরণ কার্যক্রম চলছে। চলমান চাল ও অর্থ বিতরণে কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে দিকে কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের নজর রাখার জন্য আহবান জানান।  তিনি জানান, ত্রাণ বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণে এনএসআইসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ সাদা পোশাকে মাঠে রয়েছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারের পাশাপাশি এনজিও, সামাজিক সংস্থা, প্রবাসী ও সমাজের ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবানও জানান সচিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিল আহমদ, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, এসএপিপিও আব্দুল আলিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মুহাম্মদ আব্দুল জলিল, কৃষি সম্প্রসার কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, এসডি আল আমিনুল ইসলাম ভুঁইয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn