এই প্রথম দ্বিতীয়বারের মতো দেশের বাইরে পর পর দুই প্রস্তুতি ম্যাচে ৩০০ পেরুলো বাংলাদেশ। প্রথম ম্যাচটি হয়েছিলো ডিউক অব নরফোফের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে মুশফিকের অপরাজিত ১৩৪ রানে চড়ে ৩৪৫ রানের পাহাড় সমান সংগ্রহের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স একাদশকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। শুক্রবার হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান করে টাইগাররা। প্রথম ম্যাচ ব্যাটে ঝড় তোলা সৌম্য এদিন মাত্র ৬ রান করে ফিরে গেলেও ইমরুল-সাব্বিরের অসাধারণ নৈপুণ্যে বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। দলের হয়ে ইমরুল কায়েস ৯২ রান করে স্বেচ্ছায় অবসরে যান। এছাড়া সাব্বির রহমান ৫২, মুশফিকুর রহিম ৪০ রান করেন। মিরাজ চার চার ও তিন ছয়ে ৫৫ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। এর পর দ্বিতীয় ইনিংসে বিশাল টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামা সাসেক্স একাদশের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় ভয় করে। তাতে মাত্র ১৮০ রানেই অলআউট হয় স্বাগতিক ক্লাবটি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn