গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্সটিটিউট অব হেলথ  টেকনোলজি (আই.এইস.টি) এর হোস্টেলের একটি কক্ষে সভা পরিচালনা করা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের ১০(দশ) জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযান চলায়।  এসময় ইসলামী ম্যাগাজিন, পুস্তক, ডায়েরী সহ সরকার বিরোধী কার্ড ও স্টিকার উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন শিবির কর্মী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত শিবির কর্মীদের হোস্টেলের কক্ষ তল্লাশি করে ইসলামী ছাত্র শিবিরের  সংবিধান এবং ছাত্রশিবিরের সিলেট জেলা কমিটির লিষ্ট, শিবির কর্মীদের রুটিন কার্ড ও ডায়রী এবং বিভিন্ন নামের ২৫টি বিতর্কিত ম্যাগাজিনসহ বেশ কিছু ইসলামী বই পুস্তুক বিধি মোতাবেক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত শিবির কমীদের জিজ্ঞাসাবাদ করলে তাহারা সরকার বিরোধী সভা করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন-১। নাজির আহমেদ মারুফ (১৯), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং- মতিয়ার, থানা- মতিয়ার, জেলা- রাজশাহী বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট) (পিজিও থেরাপি ২য় বর্ষের ছাত্র)।২। নাহিদ মাহমুদ (২০), পিতা- নজরুল ইসলাম, সাং- বোয়ালখালী, থানা- চাটমহল, জেলা- পাবনা, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (পিজিও থেরাপি ২য় বর্ষের ছাত্র)। ৩। জহুরুল ইসলাম (২০), পিতা- আরশেদ আলী, সাং- আমইতোলা, থানা- বেড়া, জেলা- পাবনা, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (ল্যাবরটরী মেডিসিন ৩য় বর্ষের ছাত্র)। ৪। নুরনবী (১৯), পিতা- ফজলুল করিম, সাং- নারায়নপুর, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (ল্যাবরটরী মেডিসিন ২য় বর্ষের ছাত্র)।৫। ইউছুফ আলী (২০), পিতা- আনোয়ার আলী, সাং-গৌছা, থানা- মহনপুর, জেলা- রাজশাহী, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। ( রেডিওলোজি ২য় বর্ষের ছাত্র)।৬। শরিফুল ইসলাম (২০), পিতা- আব্দুস সাত্তার, সাং- চড়নিয়ামত, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। ( রেডিওলোজি ৩য় বর্ষের ছাত্র)।৭। আব্দুল মমিন (২২), পিতা- জুলহাস, সাং- নারকেল বাড়িয়া, থানা- বয়ালিয়া, জেলা- রাজশাহী, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (পিজিও থেরাপি ২য় বর্ষের ছাত্র)।৮। মহরম হোসেন (২০), পিতা- কাজী মহিউদ্দিন, সাং- বেতগেরী, থানা- শেরপুর, জেলা- বগুড়া, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (পিজিও থেরাপি ২য় বর্ষের ছাত্র)।৯। মাহমুদুল হাসান (১৯), পিতা- মনসুর রহমান, সাং- আওতাপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (ল্যাবরটরী মেডিসিন ২য় বর্ষের ছাত্র)।১০। আহনাফ মোসাদ্দির (২০), পিতা- আনসার আলী, সাং- ধনখাছাপা, থানা- ধনুট, জেলা- বগুড়া, বর্তমানে- আই.এইস.টি (টিভি গেইট)। (ল্যাবরটরী মেডিসিন ৩য় বর্ষের ছাত্র)। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট এ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এ মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn