সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর পিলারের (পিআর) সুপারস্ট্রাকচার স্থাপনের কাজ আগামী জুন থেকে শুরু হবে। এখন পর্যন্ত সেতুর সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ শেষ হয়েছে। সেতুর কাজ শেষে হলে জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো।’ তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন।’
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন- মূল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চীনা মেজর ব্রিজের র‍্যান শাওলিন, জাওশিয়ান, শিয়ে কুয়েশিং, নদী শাসন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের চীনের সিনো হাইড্রো কোম্পানির মি. লুক, লি ক্যাভেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনালের সাকিল, কর্ণেল মুনির, লে. কর্ণেল আনোয়ার, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) শারফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জেল হোসেন, নির্বাহী প্রকৌশলী (সড়ক) সৈয়দ রজব আলী, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn