‘নিরাপদ সড়ক চাই’ জামালগঞ্জ শাখার র্যালী মানববন্ধন
জামালগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে “গতি কমাও-জীবন বাচাঁও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই এর র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই জামালগঞ্জ শাখার আহ্বায়ক শ্রীকান্ত তালুকদার। সদস্য সচিব মো: ওয়ালী উল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা পরিষদ সভানেত্রী ও নিসচার যুগ্ম আহ্বায়ক শেখ আয়েশা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও যুগ্ম আহ্বয়ক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও সদস্য বিধান ভূষন চক্রবর্তী, মহিলা পরিষদ সহ-সভাপতি ও সদস্য মাধবী পাল চৌধুরী, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের সভাপতি ও সদস্য আলী আক্কাছ মুরাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক মো: আলী আমজদ, মহিলা পরিষদ সদস্য শাহানা আল আজাদ, মানুষের জন্য সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম. আল আমিন, খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের সভাপতি মুহা. আলতাফুর রহমান প্রমুখ।
বক্তরা বলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন সংগঠনটি প্রতিষ্ঠা করায় জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। দূঘর্টনা অনেকাংশে কমে এসেছে। জাতিসংঘ ঘোষিত Save Lives – Slow Downএই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই জামালগঞ্জ শাখার পক্ষ থেকে Kill Speed – Not Lives (গতি কমাও-জীবন বাচাঁও) এর আলোকে আমরা আলোচনা সভায় মিলিত হয়েছি। জাতিসংঘের গবেষনায় উঠেছে গতিই হল সড়ক দূঘর্টনার প্রধান কারণ। অতিরিক্ত ও অযাচিত গতির কারণে সড়ক দূঘর্টনায় মৃত্যু সহ আহত হয়েছে অনেকেই। গতির যখন বৃদ্ধি পায় দূঘর্টনায় ক্ষতি পরিমান ও বাড়তে থাকে। গতি বাড়লে বিশেষ করে পথচারী মোটর সাইকেল আরোহী ও শিশুরা বেশীর ভাগ দূঘর্টনার শিকার হচ্ছে। তাই গাড়ী চালানোর সময় গতি নিয়ন্ত্রন করা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। চালক, মালিক, যাত্রী, পথচারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়।