লন্ডন: শুক্রবার বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার পর শিগগিরই আরো একটি বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুক্রবারের সেই সাইবার হামলার শিকার হয় এক লাখ পঁচিশ হাজারেরও বেশি কম্পিউটার সিস্টেম।‘ম্যালওয়ের টেক’ ছদ্মনামে পরিচিত যুক্তরাজ্যের একজন নিরাপত্তা গবেষক, যিনি কম্পিউটারে ‘র্যানসমওয়্যার’ মোকাবেলায় অদ্ভুতভাবে সাহায্য করেছেন, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন “আরো একটি সাইবার হামলা আসন্ন…খুব সম্ভবত সোমবার।” স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন, ইটালি, রাশিয়াসহ বিশ্বের অন্তত একশো দেশে শুক্রবার ওই সাইবার হামলা হয়, ওসব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘র্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ে যা কম্পিউটার ব্যবহারকারীর ফাইল নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কম্পিউটারের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডিজিটাল মুদ্রা ‘বিট কয়েনের’ মাধ্যমে ৩০০ ডলার করে চাওয়া হয়। অনেক দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাত এই হামলার শিকার হয়।

বিশেষ করে বড় ধরনের হামলার মুখে পড়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস। দেশটির হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা বন্ধ রাখতে হয়। ন্যাশনাল হেলথ সার্ভিসের অন্তত ৪৮টি সিস্টেম এই হামলার শিকার হয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড শনিবার বলেছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ছয়টি সিস্টেম তারা পুনরুদ্ধার করতে পেরেছেন কিন্তু কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার জন্য আরো অনেক কিছু করার আছে বলে উল্লেখ করেন তিনি। স্পেনের টেলিকম ও জ্বালানি কোম্পানি, যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্সও এই সাইবার হামলার শিকার হয়েছে। বিবিসির প্রযুক্তি সংবাদদাতা জোয়ি ক্লেইনম্যান বলেছেন, ”র্যানসমওয়্যার’ হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়ার বা ভাইরাস, যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। অনেক সময় হার্ডডিস্কের অংশ বা ফাইল পাসওয়ার্ড দিয়ে অবাধ্য করে ফেলে। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেয়ার জন্য মুক্তিপণ বা অর্থ দাবি করা হয়। ‘ট্রোজান ভাইরাসের’ মতো এ ধরনের ম্যালওয়ার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ‘ওয়ানাক্রাই’ এবং ‘ভ্যারিয়্যান্ট’ নামের র্যানসমওয়্যারের শিকার হওয়া কয়েকটি কম্পিউটারের তথ্য বিশ্লেষণ করে বিবিসি দেখেছে- হ্যাকারদের যেসব অ্যাকাউন্টে অর্থ জমা দিত বলা হয়েছে তাতে অন্তত ২২ হাজার আশি পাউন্ড জমা পড়েছে। ‘ম্যালওয়ের টেক’ ছদ্মনামের যুক্তরাজ্যের একজন নিরাপত্তা গবেষক যিনি অনাকাঙ্খিতভাবে ওই সাইবার হামলা আটক দিয়ে ‘অদ্ভুত নায়ক’ হয়ে উঠেছেন।  মাত্র ৮ পাউন্ড খরচ করে বিশ্বব্যাপী ওই সাইবার হামলা আটক দেন তিনি।–বিবিসি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn