লন্ডন বৈশাখী মেলায় প্রতি বছরই হাজার হাজার মানুষের ঢল নামে। এবারো এর ব্যতিক্রম হয়নি। দুপুর থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষ তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও আন্তীয় স্বজনকে নিয়ে মেলায় আসতে দেখা যায়। মেলায় বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়। মেলা ঘুরে এসে ওয়ানবাংলা নিউজের সংবাদ দাতা জানিয়েছেন, মেলায় বিভিন্ন বর্ণ, গোষ্ঠী ও বয়সের লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

মেলায় বাংলাদেশে হাজারো বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, সারাদিনই মেলার মূল মঞ্চে চলে, ব্রিটিশ বাংলাদেশী শিল্পী ও দেশ থেকে আসা শিল্পিদের নিয়ে নাচ ও গানসহ নানান অনুষ্ঠান। এর আগে পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে সকালে অনুষ্ঠিত হয় জমকালো মঙ্গল শোভাযাত্রা। টাওযয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহি মেয়র জন বিগস এর নেতৃত্বে কমিউনিটি নেত্রীবৃন্দ এবং জাতীয় সাহিত্য পরিষদ, উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের শত শত কর্মী-সমর্থকরা নেচে গেচে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শুধু বাংলাদেশী নয়, সাদা-কালো সকল বর্ণের মানুষই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিযয়ছেন। নাচ গানের ফাঁকে ফাকে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস, স্থানীয় সাবেক এমপি রোশনারা আলী, হাইকমিশনার নাজমুল কাওনাইন ও মেলা কমিটির সদস্য জনমত সম্পাদক নবাব উদ্দিন প্রমূখ।
মেলার মূল আকর্ষন ছিল বাংলাদেশ আগত মাইলস, রিংকুর গান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn