বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে পুনর্মিলনীর বিকল্প নেইঃ লন্ডনের সভায় বক্তারা
শফিক উদ্দিন আহমেদ, এ কে এম আব্দুল্লাহ, আমিনুল ইসলাম জিলু, তাজির উদ্দিন মান্নান, বদরুল চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, মোঃ ফারুক আহমেদ, আমিরুল ইসলাম, সুহেল আহমেদ, হেলাল মিয়া, মোঃ নাসির, সামসুল চৌধুরী, আবুল কাহের, অরুক চৌধুরী, আশরাফ মিয়া, জলিল চৌধুরী, আনাম উদ্দিন, মাহমুদ আহমেদ, ফয়সল রহমান, হান্নান মিয়া, মোফাজ্জল খান, ফযসল আহমেদ, আবু তাহির মোঃ লোকমান, লুৎফুর রহমান, মদরিস আলী, দিলওয়ার হোসেন, আবু নাসের শিপন, জগলুল করিম, কাজী শিপলু, মান্না রায়, মোঃ কামরুল ইসলাম, সৈয়দ তারেক আহমেদ, জাভেদ আহমেদ, জাকির হোসেন, সেজু, জলিল করিম, এম এ ফয়সল, মোঃ জাকারিয়া, এম আর চৌধুরী খোকন, নাজমুল হোসেন চৌধুরী, মোহাম্মদ হারুন মিয়া, মাহবুব খান, রাসেল আহমেদ, অজিত চক্রবর্তী, প্রমুখ।
বক্তরা বলেন, যারা বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাজ্যস্থ নেতাকর্মীদের পুনর্মিলনীকে বাঁকাচোখে দেখছেন কিংবা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা ভুল করছেন। কেননা, বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে যে পুনর্মিলনী হচ্ছে তা সকল নেতাকর্মীর প্রতিনিধিত্ব নিশ্চিত করছে। আর যারা আঞ্চলিক ভিত্তিক পুনর্মিলনী করছেন তারা মূলতঃ খন্ডিত ছাত্রলীগের পুনর্মিলনী করছেন। সুতরাং সকল নেতাকর্মীদের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি পুর্নাঙ্গ ও সফল পুনর্মিলনী করতে হলে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে পুনর্মিলনী করা ছাড়া কোন বিকল্প নেই।