পাকিস্তান-ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে রয়েছে। ২৪ মে টাইগাররা তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। এই সিরিজ জয়ের স্বপ্ন এরই মধ্যে বাংলাদেশের শেষ হয়ে গেছে। কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেখানে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে এক ম্যাচ ও আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচে জিতেছে। এই সিরিজে বাংলাদেশের জয় মাত্র একটি। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেও পয়েন্ট টেবিলের শীর্ষ ওঠা হবে না বাংলাদেশের। এই সিরিজটা মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে খেলেছে বাংলাদেশ। আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল টুর্নামেন্ট শুরুর আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে টাইগাররা। ২৭ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। ম্যাচটি এজবাস্টনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। ৩০ মে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।